কি সোহাগী আপা, আপনারা তো শিল্পী হয়া গ্যাছেন!
জীবনে প্রথমবার মঞ্চে উঠেছেন। হাতে মাইক্রোফোনও নিয়েছেন প্রথমবার। কাঁপা কাঁপা গলায় কথা বলছেন তিনি। গলাও ধরে এল কয়েকবার। তবুও নিজের অনুভূতি বললেন অল্প কথায়। ‘জীবনে কোনো দিন অভিনয় করি নাই। ক্যামেরার সামনে দারাই নাই। শামীম ভাই যহুন প্রথমবার কইলেন, তহন করমু না ভাবছিলাম। পরে আরও কয়বার কইলেন।…